বিভিন্ন সাহিত্যিকদের কাব্যগ্রন্থ ও উপন্যাস এর সকল নাম মনে রাখুন সহজ টেকনিক খাটিয়ে


বিভিন্ন সাহিত্যিকদের কাব্যগ্রন্থ ও উপন্যাস এর সকল নাম মনে রাখুন টেকনিক খাটিয়ে
বিভিন্ন সাহিত্যিকদের কাব্যগ্রন্থ ও উপন্যাস এর সকল নাম মনে রাখুন টেকনিক খাটিয়ে

বিভিন্ন সাহিত্যিকদের কাব্যগ্রন্থ ও উপন্যাস এর সকল নাম মনে রাখুন টেকনিক খাটিয়ে


* রবীন্দ্রনাথ ঠাকুর।
* কাব্য গ্রন্থ
# সূত্র : গীতাঞ্জলীর নবজাতক শিশু মহুয়ার জন্মদিনে তার বন্ধু চিত্রা, চৈত্রালী,
সন্ধ্যা সংগীত সানাই বাজিয়ে ফুল দিয়ে খেয়া ঘাটের তরী সাজিয়ে শেষ লেখা উত্সর্গ
করা হয় ।
Corection : গীতাঞ্জলী, নবজাতক, মহুয়া, জন্মদিনে, চিত্রা, চৈত্রালী, মানসী,
প্রভাত সংগীত, সন্ধ্যা সংগীত, সানাই, বনফুল, খেয়া, সােনারতরী, শেষ লেখা,
উত্সর্গ
* উপন্যাস :
সূত্র : রাজর্ষির বৌ ঘরের বাইরে নৌকায় বসে গােরার সাথে যােগাযােগ করলে
কবিতা ও চুতরঙ্গ দুই বােনের চোখে ধরা পড়ে।
Correction : রাজর্ষি, বৌঠাকুরানীরহাট, ঘরে বাইরে, নৌকাডুবি, গােরা,
যােগাযােগ, শেষের কবিতা, চতুরঙ্গ, দুইবােন, চোখের বালি

* জসীম উদ্দীন
* কাব্যগ্রন্থ।
# সূত্র । হাসুর একপয়সার বাঁশির সুরে রাখালী মাঠ, ঘাট, বালুর চর অতিক্রম করে
মাটির বুকে ফিরে এলাে।
Correction : হাসু, এক পয়সার বাঁশি, রাখালী, নকশী কাঁথার মাঠ, সুজন বাদিয়ার
ঘাট, বালুচর, মাটির কান্না।
হরিণ, রাত্রি

* জীবনানন্দ দাস
* কাব্যগ্রন্থ :
# সূত্র : বনলতার রূপসী পৃথিবী ধূসর তারার মতাে বেলা অবেলায় ঝড়ে পড়ছে।
Correction : বনলতা সেন, রূপসী বাংলা, মহাপৃথিবী, ধূসর পান্ডুলিপি, সাতটি
তারার তিমির, বেলা অবেলা কালবেলা, ঝড়া পালক।
আশা করে
ও আশা,

* ফররুখ আহমদ
* কাব্যগ্রন্থ।
# সূত্র : হাতেম মুহূর্তের মধ্যে পাখির মতাে সাত সাগর পাড়ি দিয়ে মুনীরার কাছে।
চলে গেল।
Correction : নৌফেল ও হাতেম, মুহূর্তের কবিতা, পাখির বাসা, সাত সাগরের
মাঝি, সিরাজুম মুনীরা।
শক্ষা উদ্বোধন

* সুফিয়া কামাল
* কাব্যগ্রন্থ : অভিযাত্রিক পৃথিবীতে সাঝের মায়াজল
Correction : অভিযাত্রিক, উদাত্ত পৃথিবী, সাঝের মায়া, মায়া কাজল
*
* কাজী নজরুল ইসলাম
*নাটক : পুতুলের বিয়েতে সমস্ত বাড়ি আলােয় ঝিলমিল করছে।
Correction : পুতুলের বিয়ে, আলেয়া, ঝিলিমিলি
কাব্যগ্রন্থ : সিন্ধু সন্ধ্যার পূবের হাওয়ায় চক্র ছায়ার মরুর বুকে বসে সর্বহারা
দোলন প্রবল অগ্নিশিখায় জিঞ্জির বাঁশি বাজিয়ে ভাঙ্গার গান গেয়ে ঝিঙেফুল সঞ্চয়
করছিল।

* উপন্যাস : কুহেলিকার মৃত্যুতে নজরুল বাধনহারা হয়ে গেল
Correction : কুহেলিকা, মৃত্যুক্ষুধা, বাধনহারা
# প্রবন্ধ : যুগবাণীর জবানবন্দীতে দুদিনের যাত্রী রক্ষা পেল
Correction : যুগবাণী, রাজবন্দীর জবানবন্দী, দুর্দিনের যাত্রী
* গল্প : শিউলিকে গােখরায় কামড় দিলে জিনের বাদশা এসে ব্যাথার বেদন করেন।
Correction : শিউলিমালা, পদ্মগােখরা, জিনের বাদশা, ব্যাথার দান, রিতে

* হুমায়ুন আহমেদ
বেদন।
* প্রধান গ্রন্থ :
# সূত্র. : মহাপুরুষ সম্রাট হুমায়ূন তার প্রিয়তমা অপরাজিতাকে ভালােবেসে
নিশিরাতে ময়ূরপঙ্খীতে চড়ে দূরে কোথাও গিয়ে দুজন দুয়ারে দুয়ারে ঘুরে
বেরিয়েছে। সেই সব দিন রাত্রির কথাগুলাে জোছনা রাতে জননীর কাছে গল্প।
শুনেছি। প্রতিবছর আমরা তার জয় জয়ন্তী পালন করব।
Correction : মহাপুরুষ, প্রিয়তমেষ, নীল অপরাজিতা, নিশিকাব্য, ময়ূরাক্ষী, দূরে
কোথাও, দুই দুয়ারে, সেইসব দিনরাত্রি, কে কথা কয়, জোছনা ও জননীর গল্প,
জয়জয়ন্তী

* সৈয়দ ওয়ালীউলাহ
* উপন্যাস : লালসালু চাদের আমাবস্যাতে কাদো কেন কাদো
Correction : লাল সালু, চাদের আমাবস্যা, কাদো নদী কাদো।

শামসুর রহমান
* কাব্যগ্রন্থ : বিধ্বস্ত নীলিমা মৃত্যুর আগে নিজ বাসভূমিতে উদ্ভট উটের পিঠে বসে।
স্বপ্ন দেখতেন বাংলাদেশকে বন্দি শিবির থেকে মুক্তি করবেন।
Correction : বিধ্বস্ত নীলিমা, প্রথম গান দ্বিতীয় মৃত্যুর আগে, নিজ বাসভূমি, উদ্ভট
উটের পিঠে চলছে স্বদেশ, বাংলাদেশ স্বপ্ন দেখে, বন্দি শিবির থেকে।


কায়কোবাদ
#
* কাব্যগ্রন্থ : শরীফ অমিয় বিরহ নিয়ে কুসুম কানন ফুল দিয়ে শিব মন্দিরে প্রেম #
পরিজাত করছে।

একটি মন্তব্য পোস্ট করুন

নবীনতর পূর্বতন