[সাধারণ জ্ঞান] ঢাকা বিশ্ববিদ্যালয় সম্পর্কে


ঢাকা বিশ্ববিদ্যালয় সম্পর্কে সাধারণ জ্ঞান [Goutom24]
ঢাকা বিশ্ববিদ্যালয় সম্পর্কে সাধারণ জ্ঞান [Goutom24]

ঢাকা বিশ্ববিদ্যালয় সম্পর্কে সাধারণ জ্ঞান


* ঢাকা বিশ্ববিদ্যালয় দিবস >১ জুলাই
* বর্তমান ভিসি >২৭তম ।
* ঢাকা বিশ্ববিদ্যলয়ের প্রথম ছাত্রী > লীলা নাগ, ইংরেজি বিভাগ, প্রথম মুসলিম *
ছাত্রী > ফজিলাতুন নেছা, গণিত বিভাগ, প্রথম নারী শিক্ষক > করুণাকণা গুপ্তা,
ইতিহাস বিভাগ, মুসলিম ভাইস চ্যান্সেলর > এ.এফ.রহমান, উপমহাদেশের প্রথম
ভাইস চ্যান্সেলর > এ.এফ.রহমান, প্রথম চান্সেলর >'লর্ড ডানডাস (জেসি আই),
ভাইস চ্যান্সেলর > পি জে হার্টস, প্রথম প্রাে-ভিসি > মফিজুল্লাহ কবির, নারী
প্রাে-ভিসি > জিন্নাতুন নেসা তাহমিদা, নারী ডীন > আজিতুন্নেসা।
* ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র হিসেবে প্রথম ভাইস চ্যান্সেলর হন > সৈয়দ মােয়াজ্জেম
হােসেন (৬ষ্ঠ)।
* ১৯৭১ সালে মুক্তিযুদ্ধ চলাকালীন সময়ে ভিসি ছিলেন > বিচারপতি আবু সাইদ।
* জিলুর রহমান ঢা: বি: কোন বিভাগের ছাত্র ছিলেন > ইতিহাস, (আরেফিন
সিদ্দিক- গণযােগাযােগ ও সাংবাদিকতা, শেখ হাসিনা বাংলা, মুজিব- আইন)
* ঢাবিতে অবস্থিত ‘স্মৃতি চিরন্তন’ স্থাপত্যটি কোন স্মৃতি বহন করে মুক্তিযুদ্ধ
* ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠায় কোন ব্রিটিশ লর্ড অবদান রাখেন > লর্ড হার্ডিঞ্জ
* অ্যানিমিশন ল্যাব নির্মিত হবে > ঢাকা বিশ্ববিদ্যালয়ে
* ঢাবি থেকে প্রথম ডক্টর অব লিটারেচর ডিগ্রী পান > অধ্যক্ষ হরপ্রসাদ শাস্ত্রী
(১৯২৭)
* ঢাবির প্রতিষ্ঠাকালীন অনুষদ তিনটি > কলা, আইন, বিজ্ঞান
* ঢাবির শিক্ষক ছিলেন > হরপ্রসাদ শাস্ত্রী, রমেশচন্দ্র মজুমদার, ড. মুহাম্মদ
শহীদুল্লাহ, সত্যেন্দ্রনাথ বসু,
হীরেন্দ্রলাল, দে
* ঢাবির বর্তমান অনুষদ > ১৩টি, বিভাগ > ৭৭টি, ইনস্টিটিউট > ১১টি, হল >
১৯টি (ছেলেদের ১৪, মেয়েদের ৫), রিসার্চ সেন্টার ও গবেষণা ব্যুরাে > ৩৮টি
* ঢাবির কোন হলে বুদ্ধমূর্তি স্থাপন করা হয়ে > জগন্নাথ হল, ভাস্কর > মংখি মং
* ঢাবি থেকে প্রথম PH.D ডিগ্রী পান > বিনয় ঘােষ
* ঢাবি এর নীতি বাক্য > Truth will prevail (সত্যের জয় সুনিশ্চিত)

*
* ঢাবির টি এস সি তে কোন সভ্যতার নিদর্শন রয়েছে > গ্রীক
* মুক্তিযুদ্ধের সময় ঢাবি এর কোন দার্শনিক শহীদ হন > জি.সি.দেব (গােবিন্দ চন্দ্র
দেব) দর্শন বিভাগ।
* টি এস সি নির্মিত হয় > ১৯৬৬ সালে
* মুক্তি ও গণতন্ত্র তােরণ কি প্রতীকি বহন করে > অতীত ইতিহাস।
* ঢা.বি থেকে প্রথম কোন নারী ডক্টরেট ডিগ্রী পান > নীলিমা ইব্রাহিম
প্রথম কোন বাংলাদেশী ঢাবি এর ভিসি হয় > রামেশচন্দ্র মজুমদার
* বিশ্বাস-ই-বিজয় ভাস্কর্যটি > ঢাবিতে (স্থপতি-দীপক সরকার)
এশিয়ার বৃহত্তম-ই-লাইব্রেরি কোথায় > ঢাকা বিশ্ববিদ্যালয়ে।
* রবীন্দ্রনাথ ঠাকুর ঢাবিতে এসেছিলেন > ২ বার, ১৯২৬ ও ১৯৩৬ সালে
* ঢাবিতে তিন নেতার মাজার রয়েছে কোন তিন নেতা > ফজলুল হক, নাজিমুদ্দিন,
সােহরাওয়ার্দী
* ঢাবি এর প্রথম ছাত্রী হল > রােকেয়া হল (পূর্বনাম চামেলী হাউস)
* ঢাবি কাজী নজরুলকে ডক্টর অব লিটারেচার উপাধি দেন > ১৯৭৪, রবীন্দ্রনাথকে
ডক্টর অব লিটারেচার-১৯৩৬ ও শরৎচন্দ্রকে ডি.লিট উপাধি দেন > ১৯৩৬ সালে।
* হরপ্রসাদ শাস্ত্রী ছিলেন > বাংলা বিভাগের অধ্যক্ষ
* ঢাবিতে কোন ভাষা শহীদের নামে স্মৃতি জাদুঘর রয়েছে > বরকত
* ঢাবির শ্লোগান শিক্ষায় আলাে' শ্লোগানটি ব্যবহৃত হচ্ছে > ১৯৭২ সাল থেকে
* ঢাবি থেকে মরণােত্তর ডিগ্রী পান > দুই জন (মুহাম্মদ শহীদুল্লাহ ও সত্যেন্দ্রনাথ
*
জগন্নাথ হলে মর্মান্তিক দূর্ঘটনায় ৩৫ জন ছাত্র মারা যায় কত সালে > ১৯৮৫
সালের ১৫ অক্টোবর

একটি মন্তব্য পোস্ট করুন

নবীনতর পূর্বতন